গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ এহছানে এলাহী ছার, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিদশন করলেন। ২১-০৪-২০১৪ খ্রিঃ রোজঃ সোমবার, সময়ঃ বিকাল ৪.০০ ঘটিকার সময় ছার ইউনিয়ন পরিষদ কাযালয়ে এসে উপস্থিত হন। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ইউ.পি চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম সাহেব সহ ইউ.পি সদস্য ও সদস্যা গণ। আরও উপস্থিত ছিলেন ইউ.পি সচিব মোঃ নুর ইসলাম (রিপন), ছার ইউ.পি বিভিন্ন কাগজ পত্রাদি দেখেন। তারপর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদশন করেন। তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ সরোয়ার হোসেন, সহকারী উদ্যোক্তা মোঃ সোহাগ হাসান, এলকার গন্যমান্য ব্যক্তিবগ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।গন্য মান্য ব্যক্তিদের মাঝে থেকে মোঃ আনোয়ারা হোসেন (বাবু), বলেন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র খুব সন্তোষ জনক ভাবে কাযক্রম পরিচালনা করে আসছে। এখানে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আসে । । তথ্য সেবা পরিদশনে এসে তিনি ওয়েব পোটালের কয়েকটি তথ্য দেখেন। তথ্য দেখে তিনি ওয়েব পোটাল ভল হয়েছে বলে সবাইকে জানান, এবং তথ্য সেবার উত্তোরোত্তর সাফল্যোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র পরিদশন করেন, রহমতপুর এম.এম. উচ্চ বিদ্যালয়, পাবতীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, টির আর, কাবিখা প্রকল্পের রাস্তার কাজ, ৪০ দিনের মাটি কাটার রাস্তার কাজ সহ আরও কয়েকটি প্রকল্প দেখে ছর অত্র ইউনিয়ন থেকে বিদায় নেন ।
মোঃ সরোয়ার হোসেন
উদ্যোক্তা
তথ্য ও সেবা কেন্দ্র
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ
গাইবান্ধা সদর, গাইবান্ধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস