৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ
গাইবান্ধা সদর, গাইবান্ধা।
ইউনিয়ন পরিষদের কার্যাবলী
ক্র: নং | বিবরণ |
1. | আইন শৃঙ্খলা রক্ষা করা সহও কার্যক্রমে প্রশাসনকে সহায়তা প্রদান। |
2. | অপরাধ বিশৃংখলা ও চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ। |
3. | জণগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষি বৃক্ষরোপণ, মৎস্য, পশু সম্পদ, শিক্ষা স্বাস্থ্য, কঠির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্র সূমহে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। |
4. | পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো। |
5. | স্থানীয় সম্পদের উন্নয়ন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা। |
6. | রাস্তা, সেতু, খাল, বাধ, টেলিফোন ও বৈদ্যুতিক লাইন সহ অন্যান্য সরকারি সম্পত্তি রক্ষা করাসহ যথাযথ রক্ষণাবেক্ষন করা। |
7. | ইউনিয়ন পর্যায়ের সকল সংস্থা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা এবং এ বিষয়ে উপজেলা পরিষদে সুপারিশ করা। |
8. | স্বাস্থ্যস্মত পায়খানা স্থাপনে জণগণকে উদ্বুদ্ধ করন ও তদারক করা । |
9. | জন্ম, মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা। |
10. | সকল প্রকার শুমারী পরিচালনা করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস