এক নজরে রামচন্দ্রপুর
গাইবান্ধা সদর থানার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন একটি বহুল পরিচিত ইউনিয়ন। এই ইউনিয়নের দক্ষিনে মনোহরপুর, পশ্চিমে বেতকাপা, পশ্চিম উত্তরে বাংলাদেশের নামকরা ইউনিয়ন শাহপাড়া অবস্থিত এবং পূর্বে বোয়ালী ও পূর্ব দক্ষিনে বাদিয়াখালী ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। যার মধ্যে গড়দিঘীর পুকুর, ঐতিহ্যবাহী ঠাকুর বাড়ীর মেলা, এক সময় এই ইউনিয়নে অনেক হিন্দুলোকের বসবাস ছিল এবং এরই ক্রমধারায় এই ইউনিয়নের নামকরন করা হয় রামচন্দ্রপুর। সবচেয়ে বৃহত্তম গ্রামটির নাম হচ্ছে রামচন্দ্রপুর, ৩ টি ওর্য়াডেই এই রামচন্দ্রপুর গ্রামটি পরেছে।
1. ইউনিয়নের আয়তন : ২১.২৩ বর্গ কিলোমিটার।
2. লোক সংখ্যা : ৩৬.১৪৫ জন। পুরুষ: ১৭.৫৭২, মহিলা: ১৮.৫৭৩।
3. মৌজা সংখ্যা: ১৬ টি।
4. গ্রামের সংখ্যা: ১৯ টি।
5. হাট বাজার : ০২ টি।
6. পাকা রাস্তা: ৯ কি: মি:।
7. আধা পাকা: ১ কি: মি:।
8. কাচা রাস্তা: ৩২ কি: মি:।
9. এন.জি.ও: ০৩ টি।
10. এন.জি.ও কার্যালয়: ৬টি।
11. পরিষদ কমপ্লেক্স ভবন ১ টি।
12. এস.কে.এস ভবন ১টি।
13. ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ১টি।
14. হাসপাতাল ১টি।
15. কমিউনিটি ক্লিনিক ৬ টি।
16. শশ্নান ৩ টি।
17. মসজিদ ৫৭ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস